লোড হচ্ছে...

নলছিটিতে বিদ্যুৎ লাইনের নামে চাঁদাবাজির অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে - Channel 24 Barishal

 


ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামে বিদ্যুৎ লাইনের সংস্কারের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা রাকিব গাজীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) অতিরিক্ত ঝড়বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে, রাকিব গাজী নিজ উদ্যোগে লাইন মেরামতের কথা বলে প্রতিটি বাড়ি থেকে প্রতি মিটার বাবদ ১০০ টাকা করে চাঁদা আদায় করেন। এতে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা তোলা হয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

এমনকি যেসব গ্রামবাসী চাঁদা দিতে অস্বীকৃতি জানান, তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।

কয়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, রাকিব গাজীর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ক্ষমতা পরিবর্তনের পরেও রাকিব গাজী প্রকাশ্যে এলাকায় অবস্থান করছেন এবং একইভাবে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে নলছিটি থানায় চুরি, ডাকাতি ও হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা রাকিব গাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post Next Post