বরিশালে অনলাইন নিউজ পোর্টাল বরিশাল সংবাদ-এর এক সাংবাদিককে মোবাইল ফোনে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছে একাধিক ব্যক্তি। ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক নিয়াজ শেখ কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মোঃ নিয়াজ শেখ(৩২) জানুকিসিংহ রোড এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি জানিয়েছেন, গত ১৬ এপ্রিল ২০২৫ রাত ১২টা ৩ মিনিটে জাহিদ হাসান রাজিম নামে এক ব্যক্তি তার ব্যক্তিগত নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণে মারার হুমকি দেন।
এর ঠিক দুই ঘণ্টা পর, রাত ১টা ৫৫ মিনিটে আকাশ নামে এক যুবক আবারও ফোন করে একই ধরনের হুমকি দেন। উভয় ব্যক্তি বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন এলাকা থেকে ফোন করে বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিক নিয়াজ শেখ বলেন, “আমি সংবাদকর্মী হিসেবে কাজ করছি বলেই হয়তো কিছু মানুষের গাত্রদাহ। এই হুমকিগুলো আমাকে এবং আমার পরিবারকে আতঙ্কিত করে তুলেছে।”
তিনি আরো জানান, ভবিষ্যতের নিরাপত্তা বিবেচনায় বিষয়টি সাধারণ ডায়েরির মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল নিশাত জানান, অভিযোগটি রেকর্ড করা হয়েছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।