বরিশাল নগরীর নাজির মহল্লা এলাকার চতুর্থ শ্রেণীর সিটি কর্পোরেশন কর্মচারী প্রদীপ এখন কোটিপতি! তার সম্পদের উৎস নিয়ে রীতিমতো বিস্মিত স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, প্রদীপ বাংলা মদের অবৈধ ব্যবসার মাধ্যমে গড়ে তুলেছেন কোটি টাকার সাম্রাজ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রদীপ দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে বাংলা মদের সরবরাহ ও বিক্রির সাথে জড়িত। দিনের বেলায় একজন সাধারণ কর্মচারী হলেও, রাতের অন্ধকারে তিনি হয়ে ওঠেন এক মদ চক্রের নিয়ন্ত্রক। তার বাড়িতে রয়েছে বিলাসবহুল আসবাবপত্র, একাধিক মোটরসাইকেল, জমি, এমনকি নগদ অর্থও।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, “প্রদীপের চাকরি থেকে এত টাকা আসা সম্ভব নয়। সবাই জানে সে বাংলা মদের ব্যবসা করে। অথচ প্রশাসন নিশ্চুপ।”
হরিজন সম্প্রদায় ও পরিচ্ছন্নতা কর্মী হওয়ার সুবাদে এসব অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং তদন্তের প্রস্তুতি চলছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রদীপের সম্পদের উৎস খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তারা প্রশ্ন তুলেছেন, একজন নিম্নপদস্থ কর্মচারী কিভাবে কোটি টাকার মালিক হয়ে উঠল, তার উত্তর কি দেবে প্রশাসন?